OpenAI চ্যাট জিপিটি MCQ প্রশ্ন উত্তর | Chat GPT MCQ

5/5(1 vote)
OpenAI চ্যাট জিপিটি MCQ প্রশ্ন উত্তর | Chat GPT MCQ

চ্যাট জিপিটি-Chat GPT

চ্যাট জিপিটি কী?

‘চ্যাট জিপিটি’ হলো একটি ‘চ্যাটবট’। চ্যাট জিপিটি কী সেটা জানার আগে চ্যাটবট কী সে বিষয়ে একটু আলোচনা করা যাক। ফেসবুকে কোনো বিজনেস পেইজে নক দেওয়ামাত্রই অটোম্যাটিক রিপ্লাই আসে। যেখানে অনুসন্ধানকারীকে ধন্যবাদ দেওয়া, পরবর্তীতে যোগাযোগ করা হবে, কী বিষয়ে জানতে চাইছেন ইত্যাদি ইনফরমেশন জানিয়ে দেওয়া হয়। ফেসবুক মেসেঞ্জারের এই স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর সিস্টেমকেই চ্যাটবট বলা হয়।

চ্যাটবট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। এটি একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল যাকে অসংখ্য ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয়। ফলে কোনো ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে যোগাযোগ স্থাপন করতে পারে; অর্থাৎ ম্যাসেজের রিপ্লাই দিতে পারে।

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হচ্ছে চ্যাট জিপিটি। এটি চালু করেছে ওপেনএআই। ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি, যার একজন সহ-প্রতিষ্ঠাতা হলেন ধনকুবের ইলন মাস্ক।

চ্যাট জিপিটির পূর্ণরূপ হলো জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার। এখানে জেনারেটিভ শব্দের অর্থ তৈরি করা, প্রি ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষিত ট্রান্সফর্মার। চ্যাট জিপিটিতে ট্রান্সফরমার এমন একটি মেশিন লার্নিং মডেল, যা কোনো কিছুর বিষয়ে সহজেই বুঝতে পারে। চ্যাটজিবিটি হলো আসলে একটি চ্যাটবট যা ওপেনআই দিয়ে তৈরি করা হয়েছে। জিপিটি-৩.৫-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি, যা আসলে একটি ল্যাঙ্গুয়েজ মডেল।

২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান শুরু করেছিলেন এই চ্যাটবট তৈরি করার কাজ। চ্যাট জিপিটি-র চ্যাটবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলের চেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। সেদিক থেকে বলা যায়, গুগলের ঘুম কেড়ে নিয়েছে ইলন মাস্কের চ্যাট জিপিটি।

আরও সহজ করে বলা যায়, চ্যাট জিপিটি এমন এক কথোপকথন করার বট, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেয়। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখা এবং ডেটাবেজ স্ক্যান করতে সক্ষম এটি, যার ওপর ভিত্তি করে এটি বিভিন্ন ফরম্যাটে তার উত্তর দিতে পারে। কী ফরম্যাটে উত্তর দিবে তা সাধারণত একে কী নির্দেশ দেওয়া হয়েছে তার ওপর নির্ভর করে। রচনা, কৌতুক, কবিতা, গল্প থেকে শুরু করে ভাষাশিক্ষার পরিকল্পনা পর্যন্ত বহু ফরম্যাটেই উত্তর দিতে সক্ষম এটি।

২০২২ সালের নভেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই প্রযুক্তিকে। ইউবিএস-এর জরিপ অনুযায়ী, তারপর থেকে তিন মাসের মধ্যে এটি ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী ছুঁয়ে ফেলেছে বলে ধারণা করা হয়েছে। জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন ১ কোটি ৩০ লক্ষ নতুন ব্যবহারকারী এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। ইন্সটাগ্রামকে ১০ কোটি ব্যবহারকারীতে পৌঁছাতে সময় লেগেছিল আড়াই বছর।

জেনারেটিভ এআই-এর একটি অন্যতম উদাহরণ চ্যাট জিপিটি। যেসব এআই সহজে এবং স্বতঃস্ফূর্তভাবে নতুন কন্টেন্ট তৈরি করতে পারে, সেসব এআইকে নির্দেশ করার জন্য এই ‘জেনারেটিভ এআই’ শব্দটি ব্যবহার করা হয়। কেবল টেক্সটই নয়, অডিও, কোড, ছবি কিংবা ভিডিও উৎপাদন করা এআই-ও এর অন্তর্ভুক্ত। তবে সমস্যা হলো, এ ধরনের প্রযুক্তির শিক্ষা ব্যবস্থার অনেক অংশকে ধসিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে।

OpenAI চ্যাট জিপিটি MCQ প্রশ্ন উত্তর | Chat GPT MCQ

১. CHAT GPT এর GPT এর পূর্ণরূপ কী?

  • ক) Generated Protocol Transformation
  • খ) Generation Penetrated Transformation
  • গ) Generative Protocol Trend
  • ঘ) Generative Pre-Trained Transformer

উত্তরঃ ঘ) Generative Pre-Trained Transformerবিস্তারিত..

২. কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন Chat GPT কে তৈরী করেছে?

  • ক) Google
  • খ) Microsoft
  • গ) Open Al
  • ঘ) Apple

উত্তরঃ গ) Open Al বিস্তারিত..

৩. চ্যাট জিপিটি প্রতিষ্ঠাতা কে?

  • ক) এলন মাস্ক এবং স্যাম অল্টম্যান
  • খ) জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ
  • গ) ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন
  • ঘ) টিম কুক এবং বিল গেটস

উত্তরঃ ক) এলন মাস্ক এবং স্যাম অল্টম্যানবিস্তারিত..

৪. চ্যাটজিপিটি কী?

  • ক) কৃত্রিম বুদ্ধিমত্তা
  • খ) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  • গ) সোশ্যাল মিডিয়া
  • ঘ) ম্যালওয়ার

উত্তরঃ ক) কৃত্রিম বুদ্ধিমত্তা

৫. GPT এর প্রথম সংস্করণ কখন প্রকাশিত হয়?

  • ক) ২০১৫ সালে
  • খ) ২০১৬ সালে
  • গ) ২০১৮ সালে
  • ঘ) ২০২০ সালে

উত্তরঃ গ) ২০১৮ সালে

৬. কত সালে ChatGPT ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়?

  • ক) ২০২০
  • খ) ২০২১
  • গ) ২০২২
  • ঘ) ২০২৩

উত্তরঃ গ) ২০২২

৭. চ্যাটজিপিটিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়?

  • ক) জাভা
  • খ) C++
  • গ) পাইথন
  • ঘ) জাভাস্ক্রিপ্ট

উত্তরঃ গ) পাইথন

৮. স্বাস্থ্যসেবা খাতে ChatGPT-এর ব্যবহার নিচের কোনটি?

  • ক) রোগ নির্ণয়
  • খ) মেডিকেল রিপোর্ট তৈরি করা
  • গ) ওষুধ খাওয়ানো
  • ঘ) ডাক্তারদের প্রতিস্থাপন

উত্তরঃ খ) মেডিকেল রিপোর্ট তৈরি করা

৯. GPT-3 মডেলের কয়টি প্যারামিটার আছে?

  • ক) 1.5 বিলিয়ন
  • খ) 6 বিলিয়ন
  • গ) 175 বিলিয়ন
  • ঘ) 500 বিলিয়ন

উত্তরঃ গ) 175 বিলিয়ন

১০. চ্যাটজিপিটির GPT-4 ভার্সন কবে প্রকাশিত হয়?

  • ক) ২০২১
  • খ) ২০২২
  • গ) ২০২৩
  • ঘ) ২০২৪

উত্তরঃ গ) ২০২৩

১১. GPT-4 মডেলের কয়টি প্যারামিটার আছে?

  • ক) 1.70tr
  • খ) 1.76tr
  • গ) 2.0tr
  • ঘ) 2.45tr

উত্তরঃ খ) 1.76tr

১২. কত সালে GPT এর প্রথম মডেল (GPT-1) চালু হয়?

  • ক) ২০১৫
  • খ) ২০১৬
  • গ) ২০১৭
  • ঘ) ২০১৮

উত্তরঃ খ) ২০১৮

১৩. চ্যাটজিপিটি কোন ধরনের ডেটা ব্যবহার করে ফাইন টিউন করা হয়েছে?

  • ক) স্ট্রাকচার্ড ডেটা
  • খ) আনস্ট্রাকচার্ড ডেটা
  • গ) চিত্র তথ্য
  • ঘ) অডিও ডেটা

উত্তরঃ খ) আনস্ট্রাকচার্ড ডেটা

১৪. চ্যাটজিপিটি ভালোভাবে বুঝার জন্য কোনটি শিক্ষা অপরিহার্য?

  • ক) কোয়ান্টাম পদার্থবিদ্যা
  • খ) মেশিন লার্নিং
  • গ) জৈব রসায়ন
  • ঘ) সিভিল ইঞ্জিনিয়ারিং

উত্তরঃ খ) মেশিন লার্নিং

আরও পড়ুনঃ

প্রিয় ভিউয়ার, আপনারা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি (Chat GPT MCQ) প্রশ্ন উত্তর অনলাইনে খুজছেন বিভিন্ন পরিক্ষার জন্য, তাদের বেশ উপকারে আসবে ৷ এরকম গুরুত্বপূর্ণ টপিকসগুলো MCQ আকারে পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷