নয় ছয় বাগধারাটির অর্থ কি [MCQ]

5/5(3 votes)

[Question] নয় ছয় বাগধারাটির অর্থ কি?

(ক)অতিরিক্ত খরচ করা
(খ)অপচয়
(গ)বেহিসেবী
(ঘ)অবিশ্বাস

উত্তরঃ (খ) অপচয়


Explanation: নয় ছয় বাগধারাটির অর্থ হলো—অপচয়

Also Read: তামার বিষ বাগধারাটির অর্থ কি?

আরও পড়ুনঃ

  • ননীর পুতুল বাগধারাটির অর্থ হলো — শ্রমবিমুখ ৷
  • নয় ছয় বাগধারাটির অর্থ হলো — অপচয় ৷
  • নাটের গুরু বাগধারাটির অর্থ হলো — মূল নায়ক ৷
  • নাড়ি নক্ষত্র বাগধারাটির অর্থ হলো — সব তথ্য ৷
  • নিমক হারাম বাগধারাটির অর্থ হলো — অকৃতজ্ঞ ৷
  • নিমরাজি বাগধারাটির অর্থ হলো — প্রায় রাজি ৷
  • নামকাটা সেপাই বাগধারাটির অর্থ হলো — কর্মচ্যূত ৷ ব্যক্তি ৷
  • নথ নাড়া বাগধারাটির অর্থ হলো — গর্ব করা ৷
  • নেই আঁকড়া বাগধারাটির অর্থ হলো — একগুঁয়ে ৷
  • নগদ নারায়ণ বাগধারাটির অর্থ হলো — কাঁচা টাকা/ নগদ অর্থ ৷
  • নেপোয় মারে দই বাগধারাটির অর্থ হলো — ধূর্ত লোকের ফল প্রাপ্তি ৷৷