দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য উক্তিটি কার? [MCQ]

[Question] দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য উক্তিটি কার?

(ক)প্রমথ চৌধুরী
(খ)কাজী নজরুল ইসলাম
(গ)লর্ড হ্যালিফক্সের
(ঘ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (গ) লর্ড হ্যালিফক্সের


সংক্ষেপে ব্যাখ্যাঃ

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য উক্তিটি লর্ড হ্যালিফক্সের ৷

দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য ভাবসম্প্রসারণ

বিদ্যা এবং চরিত্র মানবজীবনে মূল্যবান সম্পদ। বিদ্বানের সঙ্গ কল্যাণকর কিন্তু বিদ্বান অথচ চরিত্রহীন এমন ব্যক্তির সঙ্গ কখনোই মঙ্গলজনক নয়, এদের সঙ্গ সর্বদাই পরিত্যাজ্য।

বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি চরিত্রবান না হন, বরং দুষ্ট-প্রকৃতির হন, তবে তার কাছ থেকে দূরে থাকাই মঙ্গলজনক। কারণ, শিক্ষিত অথচ দুশ্চরিত্র লোক সবচেয়ে ভয়াবহ। যে-কোনো মুহূর্তে এ ধরনের লোক নৃশংসতম কাজটি করতে পারে। বিদ্যা যার চরিত্রকে সংশোধন করতে পারেনি, তাকে দিয়ে মানুষের কোনো কল্যাণ হতে পারে না। দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয় এবং তার অর্জিত বিদ্যা সাপের মাথার মণির সঙ্গে তুলনীয়। সাপকে মানুষ ভয় করে। কারণ যে- কোনো সময় সাপ তার ছোবল দিয়ে প্রাণনাশ করতে পারে। তেমনি বিদ্বান হয়েও যিনি দুর্জন, তার কাছ থেকে যে-কোনো সময় ক্ষতির আশঙ্কা থাকে। এ ধরনের ব্যক্তির সান্নিধ্য কেউ কামনা করে না। সকলেই তাকে ঘৃণা করে।

চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বিদ্বান ব্যক্তি দুশ্চরিত্র হলে সে অমানুষে পরিণত হয়। তাই শিক্ষিত হলেও চরিত্রহীন দর্জন ব্যক্তির সাহচর্য থেকে দূরে থাকা উচিত।

আরও পড়ুনঃ

4/5(4 votes)
Scroll to Top