[Question] মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়?
(ক) | ১৮৫৯ সালে |
(খ) | ১৮৬০ সালে |
(গ) | ১৮৬১ সালে |
(ঘ) | ১৮৬৫ সালে |
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কৃষ্ণকুমারী ৷
- মাইকেল মধুসূদন দত্ত “মেঘনাদবধকাব্য” উৎসর্গ করেছিলেন রাজা দিগম্বর মিত্রকে ৷
- মাইকেল মধুসূদন দত্তের একেই বলে সভ্যতা প্রহসন ধরনের নাটক ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি “মেঘনাদ বধ কাব্য” ৷
- মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান হলো সনেট – এর প্রবর্তন ৷
- মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে প্রেমভাবে তাঁকে স্মরণ করতে মিনতি করেছেন ৷
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ৷
- মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালে ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সনেট বঙ্গভাষা ৷
- ‘মেঘনাদবধ কাব্য'(১৮৬১) মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য ৷
- মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” অমিত্রাক্ষর ছন্দে রচিত ৷
- মেঘনাদবধ কাব্য রাজা দিগম্বর মিত্রকে উৎসর্গ করা হয় ৷
- মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা নয়টি(৯) টি ৷
- মেঘনাদবধ কাব্য বীর রসে রচিত ৷
- মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস হলো রামায়ণ ৷
- মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু ৷
- মেঘনাদবধ কাব্যের অষ্টম সর্গের নাম প্রেতপুরী ৷
- মেঘনাদবধ কাব্যের শেষ সর্গের নাম সংস্ক্রিয়া ৷
- মেঘনাদবধ কাব্যের নায়ক রাবণ ৷
আরও পড়ুনঃ