মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়? [MCQ]

[Question] মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয়?

(ক)১৮৫৯ সালে
(খ)১৮৬০ সালে
(গ)১৮৬১ সালে
(ঘ)১৮৬৫ সালে

উত্তরঃ (গ) ১৮৬১ সালে


Explanation

মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷

Recommended For You

  • ‘মেঘনাদবধ কাব্য'(১৮৬১) মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য ৷
  • মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” অমিত্রাক্ষর ছন্দে রচিত ৷
  • মেঘনাদবধ কাব্য রাজা দিগম্বর মিত্রকে উৎসর্গ করা হয় ৷
  • মেঘনাদবধ কাব্যের সর্গ সংখ্যা নয়টি(৯) টি ৷
  • মেঘনাদবধ কাব্য বীর রসে রচিত ৷
  • মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস হলো রামায়ণ ৷
  • মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু ৷
  • মেঘনাদবধ কাব্যের অষ্টম সর্গের নাম প্রেতপুরী ৷
  • মেঘনাদবধ কাব্যের শেষ সর্গের নাম সংস্ক্রিয়া ৷
  • মেঘনাদবধ কাব্যের নায়ক রাবণ ৷

আরও পড়ুনঃ

5/5(3 votes)
Scroll to Top