জলাঙ্গী কোন ধরনের উপন্যাস [MCQ]

5/5(2 votes)

[Question] জলাঙ্গী কোন ধরনের উপন্যাস?

(ক)মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
(খ)ঐতিহাসিক উপন্যাস
(গ)প্রেমের উপন্যাস
(ঘ)মহাকাব্যিক উপন্যাস

উত্তরঃ (ক) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

জলাঙ্গী শওকত ওসমানের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ৷ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৮৬ সালে ৷ মুক্তিযুদ্ধ নিয়ে শওকত ওসমান চারটি উপন্যাস রচনা করেন। উপন্যাসগুলো হচ্ছে ’জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১), ’দুই সৈনিক’ (১৯৭২), ’জলাঙ্গী’ (১৯৭৩) এবং ’নেকড়ে অরণ্য’ (১৯৭৪)। ’জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১) শওকত ওসমানের প্রথম মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস।

আরও পড়ুনঃ