[Question] বাংলাদেশের জাতীয় সংগীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) | বনফুল |
(খ) | সোনারতরী |
(গ) | সন্ধ্যাসংগীত |
(ঘ) | গীতবিতান |
Explanation: বাংলাদেশের জাতীয় সংগীত গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত ৷
-
আমার সোনার বাংলা কবিতাটি তে কয়টি চরণ আছে?
উত্তরঃ আমার সোনার বাংলা কবিতাটি তে ২৫টি চরণ আছে ৷
-
বাংলাদেশের জাতীয় সংগীতের মূল কবিতার কোন অংশে?
উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীতের মূল কবিতার প্রথম দশ চরন অংশে ৷
-
কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তরঃ কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম চারটি চরণ বাজানো হয় ৷
Related Questions: