[Question] “আমরা কী করিয়া তাহাদের ঠেকাই। আজ না হয় কাল, যাইবেই।”- বাক্যটিতে বহিপীরের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
Explanation: “আমরা কী করিয়া তাহাদের ঠেকাই। আজ না হয় কাল, যাইবেই।”- বাক্যটিতে বহিপীরের বাস্তব জ্ঞান বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে ৷
-
‘বহিপীর’ নাটকটি কয় অঙ্কে বিভক্ত?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকটি দুই অঙ্কে বিভক্ত।
-
‘বহিপীর’ নাটকের রচয়িতা কে?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
-
সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯২২ সালে জন্মগ্রহণ করেন।
-
‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ কার?
উত্তরঃ ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপ হাশেম আলির।
-
নাটকের শুরুতে কোন ঋতুর উল্লেখ আছে?
উত্তরঃ নাটকের শুরুতে হেমন্ত ঋতুর উল্লেখ আছে।
Related Questions:-