আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি তাহেরার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? [MCQ]

5/5(4 votes)

[Question] আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি তাহেরার এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে?

উত্তরঃ A. প্রতিবাদ

Explanation: আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি তাহেরার এই উক্তিতে প্রকাশ পেয়েছে প্রতিবাদ ৷

  1. সৈয়দ ওয়ালীউল্লাহর পেশা শুরু হয় কী দিয়ে?

    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহর পেশা শুরু হয় ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকায় সাংবাদিকতা দিয়ে।

  2. সৈয়দ ওয়ালীউল্লাহ সর্বশেষ কোথায় কাজ করেন?

    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ সর্বশেষ ইউনেস্কোর সদর দপ্তরে কাজ করেন।

  3. কত সালে সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন?

    উত্তরঃ ১৯৭১ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ মৃত্যুবরণ করেন।

  4. বজরার ছাদে কী শুকায়?

    উত্তরঃ বজরার ছাদে রঙিন আলখাল্লা ও পায়জামা শুকায়।

  5. কোন মেয়ে সহজে ভয় পায় না?

    উত্তরঃ ‘যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে সহজে ভয় পায় না।

Related Questions:-