শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না। শিলার দাদি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন? [MCQ]

5/5(4 votes)

[Question] শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না। শিলার দাদি ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন?

উত্তরঃ C. খোদেজা

Explanation: শিলার দাদি পিঠা বানালে অমঙ্গলের আশঙ্কায় সব সময় প্রথম পিঠাটি জঙ্গলে ফেলে দেন। কাউকে খেতে দেন না। শিলার দাদি ‘বহিপীর’ নাটকের খোদেজা চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছেন

  1. কত বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়?

    উত্তরঃ চৌদ্দ বছর পূর্বে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়।

  2. তাহেরার বিয়ে কার সঙ্গে হয়েছিল?

    উত্তরঃ তাহেরার বিয়ে হয়েছিল বহিপীরের সঙ্গে।

  3. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯২০ (১৯২২) সালে জন্মগ্রহণ করেন।

  4. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?

    উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন।

  5. বহিপীর নাটকের শুরুতে কোন গানের উল্লেখ করা হয়েছে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকের শুরুতে ভাটিয়ালি গানের কথা উল্লেখ করা হয়েছে।

Related Questions:-