মতি মাস্টার কুসষ্কারমুক্ত এবং প্রগতিশীলতায় বিশ্বাসী। এই মতি মাস্টার ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের প্রতিরূপ? [MCQ]

5/5(4 votes)

Question:- মতি মাস্টার কুসষ্কারমুক্ত এবং প্রগতিশীলতায় বিশ্বাসী। এই মতি মাস্টার ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের প্রতিরূপ?

উত্তরঃ B. হাশেম

Explanation:- মতি মাস্টার কুসষ্কারমুক্ত এবং প্রগতিশীলতায় বিশ্বাসী। এই মতি মাস্টার ‘বহিপীর’ নাটকের হাশেম চরিত্রের প্রতিরূপ ৷

  1. বহিপীর নাটকে প্রতিফলিত সমাজচিত্রটি কোন সময়ের?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে প্রতিফলিত সমাজচিত্রটি উনিশ ও বিশ শতকের মধ্যবর্তী সময়ের ৷

  2. ‘বহিপীর’ নাটকে কোন গানের ক্ষীণ রেশ শোনা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে ভাটিয়ালি গানের ক্ষীণ রেশ শোনা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে ৷

  3. হাতেম আলির বয়স কেমন?

    উত্তরঃ হাতেম আলির বয়স পঞ্চাশের মতো

  4. ‘বহিপীর’ নাটকে সামান্যতে রেগে ওঠা কার অভ্যাস?

    উত্তরঃ বহিপীর নাটকে সামান্যতে রেগে ওঠা হাশেম আলির অভ্যাস ৷

  5. ‘বহিপীর’ নাটকের দৃশ্যে কয় কামরাবিশিষ্ট বজরার উল্লেখ রয়েছে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকের দৃশ্যে দুই কামরাবিশিষ্ট বজরার উল্লেখ রয়েছে ৷

Related Questions:-