‘সাবাস মেয়ে তুমি’ খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে? [MCQ]

5/5(4 votes)

Question:- ‘সাবাস মেয়ে তুমি’ খোদেজা তাহেরাকে এ কথাটি কেন বলেছে?

উত্তরঃ B. বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে

Explanation:- ‘সাবাস মেয়ে তুমি’ খোদেজা তাহেরাকে এ কথাটি বলেছে, কারণ বিপদে পড়েও ভেঙে পড়েনি বলে ৷

  1. বহিপীর নাটকের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র কোনটি?

    উত্তরঃ বহিপীর নাটকের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র বহিপীর ৷

  2. তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়ে এসেছে?

    উত্তরঃ তাহেরা ঘর ছেড়ে পালিয়ে এসেছে কারণ বিয়েতে মত না থাকায় ৷

  3. বাইরের ঘরে মোড়ার উপর স্বপ্নাবিষ্টের মত বসে ছিল কে?

    উত্তরঃ বাইরের ঘরে মোড়ার উপর স্বপ্নাবিষ্টের মত বসে ছিল হাতেম আলি ৷

  4. ‘বহিপীর’ নাটকে কার মাঝে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে খোদেজার মাঝে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে ৷

  5. বহিপীর নাটকে বহিপীরের সহকারী কে?

    উত্তরঃ বহিপীর নাটকে বহিপীরের সহকারী হকিকুল্লাহ

Related Questions:-