‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে? [MCQ]

5/5(4 votes)

Question:- ‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে কি প্রকাশ পেয়েছে?

উত্তরঃ B. মানবিকতা

Explanation:- ‘আমি এভাবে টাকা নিতে চাই না’- হাতেম আলির এ উক্তিতে মানবিকতা প্রকাশ পেয়েছে ৷

  1. পীরসাহেব আর তার বিবির মিলন ঘটলে খোদেজা কী পাবে বলে মনে করে?

    উত্তরঃ পীরসাহেব আর তার বিবির মিলন ঘটলে খোদেজা সওয়াব পাবে বলে মনে করে ৷

  2. “না না, অমন কথা বলবেন না”- কেমন কথা?

    উত্তরঃ “না না, অমন কথা বলবেন না”- বহিপীরের সাথে যাওয়ার কথা 

  3. তাহেরা কাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায়?

    উত্তরঃ তাহেরা বহিপীরকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায় ৷

  4. হাশেম পড়াশোনা শেষ করে কী দিতে চায়?

    উত্তরঃ হাশেম পড়াশোনা শেষ করে ছাপাখানা দিতে চায় ৷

  5. “শরীরটা আমার ভালো নাই”- কার?

    উত্তরঃ “শরীরটা আমার ভালো নাই”- হাতেম আলির

Related Questions:-