Question:- তাহেরাকে বিয়ে করার কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয়?
Explanation:- তাহেরাকে বিয়ে করার ১৪ বছর আগে বহিপীরের প্রথম স্ত্রীর মৃত্যু হয় ৷
-
কে বহিপীরকে খোঁটা দিয়েছে?
উত্তরঃ হাতেম আলি বহিপীরকে খোঁটা দিয়েছে।
-
মানুষ কী দিয়ে সব বিচার করে?
উত্তরঃ মানুষ সময়ের দীর্ঘতা দিয়ে সব বিচার করে।
-
কোন কথা বলে নিজেকে দায়িত্বভার থেকে মুক্ত করা যায় না?
উত্তরঃ সময়ের স্বল্পতার কথা বলে নিজেকে দায়িত্বভার থেকে মুক্ত করা যায় না।
-
বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপীর নাটকে এ উক্তিটি কার?
উত্তরঃ বুঝেছি কিস্তিমাত করা চাল বহিপীর নাটকে এ উক্তিটি হাশেম আলির ৷
-
হাতেম আলির বজরায় কয়টি কামরা ছিল?
উত্তরঃ হাতেম আলির বজরায় দুইটি কামরা ছিল ৷
Related Questions:-