‘খোদা খোদা, আমার মাথা ঘুরছে’- কার মাথা ঘুরছে? [MCQ]

[Question] ‘খোদা খোদা, আমার মাথা ঘুরছে’- কার মাথা ঘুরছে?

উত্তরঃ B. খোদেজার

Explanation: ‘খোদা খোদা, আমার মাথা ঘুরছে’- খোদেজার মাথা ঘুরছে ৷

  1. বহিপীর তাহেরাকে খুঁজতে কোথায় গিয়েছিল?

    উত্তরঃ বহিপীর তাহেরাকে খুঁজতে কদমতলা গিয়েছিল।

  2. সুযোগ পেলে কে পীরকে ফাঁকি দেওয়ার ফন্দি করবে?

    উত্তরঃ সুযোগ পেলে তাহেরা পীরকে ফাঁকি দেওয়ার ফন্দি করবে।

  3. কোথায় ভাগ্যের অত্যাশ্চর্য লীলাখেলা চলছে?

    উত্তরঃ বজরায় ভাগ্যের অত্যাশ্চর্য লীলাখেলা চলছে।

  4. কার পরিচয় জানা বহিপীরের বিশেষ প্রয়োজন?

    উত্তরঃ বজরায় আশ্রিতা তরুণীর পরিচয় জানা বহিপীরের বিশেষ প্রয়োজন।

  5. বহিপীর নাটকের তাহেরা কীসের প্রতীক?

    উত্তরঃ বহিপীর নাটকের তাহেরা নারী অধিকারের প্রতীক ৷

Related Questions:-

5/5(4 votes)
Scroll to Top