তাহেরাকে নিয়ে হাশেম বহিপীরের সামনে দিয়ে চলে গেলেও তিনি তাদের বাধা দেননি কেন? [MCQ]

5/5(4 votes)

Question:- তাহেরাকে নিয়ে হাশেম বহিপীরের সামনে দিয়ে চলে গেলেও তিনি তাদের বাধা দেননি কেন?

উত্তরঃ A. পরিস্থিতি আঁচ করতে পেরে

Explanation:- তাহেরাকে নিয়ে হাশেম বহিপীরের সামনে দিয়ে চলে গেলেও তিনি তাদের বাধা দেননি কারণ পরিস্থিতি আঁচ করতে পেরে ৷

  1. কী ব্যতীত বিবি দাবি করা মুশকিল হবে?

    উত্তরঃ প্রমাণাদি ব্যতীত বিবি দাবি করা মুশকিল হবে।

  2. বহিপীরের মতে, কারা পেটের কথা চেপে রাখতে পারে না?

    উত্তরঃ বহিপীরের মতে, স্ত্রীলোক পেটের কথা চেপে রাখতে পারে না।

  3. কে পীর সাহেবের কাছে তাহেরার পরিচয় গোপন করতে চেয়েছে?

    উত্তরঃ হাশেম পীর সাহেবের কাছে তাহেরার পরিচয় গোপন করতে চেয়েছে।

  4. কে সাহায্য না করলে তাহেরার জীবন ধ্বংস হয়ে যেতে পারে?

    উত্তরঃ হাশেম সাহায্য না করলে তাহেরার জীবন ধ্বংস হয়ে যেতে পারে।

  5. ‘বহিপীর’ নাটকে কোন সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে?

    উত্তরঃ ‘বহিপীর’ নাটকে উনিশ শতকের সময়ের সমাজচিত্র প্রতিফলিত হয়েছে ৷

Related Questions:-