তাহেরাকে বজরায় আশ্রয় দেয়ার ব্যাপারে প্রধান ভূমিকা কার ছিল? [MCQ]

5/5(4 votes)

Question:- তাহেরাকে বজরায় আশ্রয় দেয়ার ব্যাপারে প্রধান ভূমিকা কার ছিল?

উত্তরঃ A. খোদেজা

Explanation:- তাহেরাকে বজরায় আশ্রয় দেয়ার ব্যাপারে প্রধান ভূমিকা খোদেজার ছিল

  1. হাশেম কী পড়া শেষ করেছে?

    উত্তরঃ হাশেম কলেজ পড়া শেষ করেছে।

  2. কে বিয়েতে মত দেয়নি?

    উত্তরঃ তাহেরা বিয়েতে মত দেয়নি।

  3. কাকে উত্তর দক্ষিণ’ পূর্ব পশ্চিম সবদিকে যেতে হয়?

    উত্তরঃ পীরকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবদিকে যেতে হয় ৷

  4. বহিপীরের মতে খোদার বাণী বহনের উপযুক্ততা কোন ভাষার নেই?

    উত্তরঃ খোদার বাণী বহনের উপযুক্ততা কথ্য ভাষার নেই।

  5. বহিপীরের প্রথম স্ত্রী কত বছর আগে মারা যায়?

    উত্তরঃ বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে মারা যায় ৷

Related Questions:-