যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কী বলে? [MCQ]

5/5(4 votes)

Question:- যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে কী বলে?

উত্তরঃ C. ইনপুট ডিভাইস

Explanation:- যে সকল যন্ত্রের মাধ্যমে তথ্য দেওয়া হয় তাকে ইনপুট ডিভাইস বলে ৷ এদের মধ্যে রয়েছে কি-বোর্ড, মাউস ইত্যাদি ৷

  1. ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে?

    উত্তরঃ ডিজিটাল কম্পিউটার 0 ও 1 সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে ৷

  2. হাইব্রিড কম্পিউটারের ইনপুট কোন প্রকৃতির?

    উত্তরঃ হাইব্রিড কম্পিউটারের ইনপুট এনালগ প্রকৃতির ।

  3. সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম কি ?

    উত্তরঃ সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারের নাম সুপার কম্পিউটার ৷

  4. সুক্ষ বৈজ্ঞানিক গবেষণা , ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রন ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয়?

    উত্তরঃ সুক্ষ বৈজ্ঞানিক গবেষণা , ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রন ইত্যাদিতে সুপার কম্পিউটার ব্যবহার করা হয় ৷

  5. পরম নামে সুপার কম্পিউটারটি তৈরি করে কোন দেশ?

    উত্তরঃ পরম নামে সুপার কম্পিউটারটি তৈরি করে ভারত দেশ ৷

Related Questions:-