কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে? [MCQ]

Question: কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?

সঠিক উত্তরঃ খ) মাদারবোর্ডে

উত্তরঃ খ) মাদারবোর্ডে

Explanation:- কম্পিউটারের প্রসেসর থাকে মাদারবোর্ডে

মাদারবোর্ডঃ মাদার মানে মা- এটা সবাই জানে। এটা দেখতে বেশ বড় একটা সার্কিট বোর্ড। বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট ঝালা দিয়ে বসানো থাকে। এটাতে প্রসেসরটি বসানোর জন্য একটা সকেট থাকে। এছাড়াও বিভিন্ন রকমের স্লট থাকে। এগুলো হলো, ISA, PCI, VGA, RAM ইত্যাদি। আপনার কম্পিউটারটির মা হল মাদার বোর্ড। কম্পিউটারের যতরকম ডিভাইস আছে তা কিন্তু এই মাদার বোর্ডের সাথেই যুক্ত হয়ে থাকে। এমনকি প্রসেসরটাও।

আর আপনার অন্যান্য ডিভাইসগুলি কেমন কাজ করবে তা মাদার বোর্ডের উপরই নির্ভর করে। ভাল বাসের মাদার বোর্ডের পারফরমেন্স সবসময়ই ভাল। মাদার বোর্ড কেনার সময় দেখে নিন এটি কোন কোন প্রসেসর সাপোর্ট করে, এর বিল্ট ইন এজিপি RAM কত, এর বাস স্পীড কতো, র্যাম কোনটা সাপোর্ট করে। এর আই ডি ই পোর্ট আর সাটা পোর্ট কয়টা। মনে রাখবেন AGP RAM যতো বেশী হবে পিসির আউটপুট রেজুলেশন ততো ভাল দিতে পারবে। যারা গ্রাফিক্সের কাজ করেন কিংবা হাই রেজুলেশনের ভিডিও দেখেন অথবা বাঘা বাঘা গেমস খেলেন তাদের জন্য ব্যপারটা খুব ইমপরটেন্ট।

মাদারবোর্ডটি আপনার অন্যান্য কম্পোনেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা জেনে নিন। কেননা আইডিই ডিভাইস কিনার পর দেখলেন আপনার মাদারবোর্ডে সেই পোর্টটাই নাই। তখন নিজের চুল ছেঁড়া ছাড়া আর কোন উপায় থাকবে না। তবে এখন এর আইডিই ডিভাইস এক্সেসরিজ নেই বল্লেই চলে। লেটেস্ট মাদারবোর্ডগুলোতে কিন্ত আইডিই পোর্ট থাকে না। কারণ আইডিই পোর্ট এর চাইতে সাতা পোর্টের গতি অনেক বেশী। কিনলে লেটেস্ট মাদার বোর্ডটি কেনাই বুদ্ধিমানের কাজ।

  1. কম্পিউটারের মাদারবোর্ডের কাজ কী?

    উত্তরঃ কম্পিউটারের মাদারবোর্ড প্রধান সার্কিট বোর্ড হিসাবে কাজ করে, বিভিন্ন উপাদান যেমন CPU, RAM এবং পেরিফেরালগুলির মধ্যে সংযোগ প্রদান করে।

  2. মাদারবোর্ডের কোনটি ডেটা প্রক্রিয়াকরণ এবং নির্দেশাবলী কার্যকর করার জন্য দায়ী?

    উত্তরঃ মাদারবোর্ডের CPU(সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) ডেটা প্রক্রিয়াকরণ এবং নির্দেশাবলী কার্যকর করার জন্য দায়ী ৷

Related Questions:-