Question: প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন কোম্পানি?
👁 86 ভিউ
Explanation:- প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে ইনটেল কোম্পানি ৷
-
ইন্টেল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ইন্টেল ১৮ জুলাই, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ৷
-
ইন্টেলের প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
উত্তরঃ ইন্টেলের প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট নয়েস এবং গর্ডন মুর ৷
-
ইন্টেলের প্রথম পণ্য কি?
উত্তরঃ ইন্টেলের প্রথম পণ্য হলো 3101 Schottky বাইপোলার রেন্ডম-অ্যাক্সেস মেমরি (RAM) চিপ।
-
ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসরের নাম কি?
উত্তরঃ ইন্টেলের প্রথম মাইক্রোপ্রসেসরের নাম Intel 4004, যা ১৯৭১ সালে রিলেজ হয় ৷
-
ইন্টেল ৪০০৪ এর ডিজাইনার কে?
উত্তরঃ ইন্টেল ৪০০৪ এর ডিজাইনার হলেন ফেদেরিকো ফ্যাগিন, টেড হফ এবং স্ট্যানলি মাজোর ৷
Related Questions:-