কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না? [MCQ]

Question: কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

সঠিক উত্তরঃ গ) সফটওয়ার

উত্তরঃ গ) সফটওয়ার

Explanation:- সফটওয়ার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ৷ কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে হার্ডওয়্যার বলা হয় ৷ আর কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়ার দ্বারা পরিচালিত হয় ৷

কমপিউটার একক কোনো যন্ত্র নয়, এটি কিছু যন্ত্রাংশের সমষ্টি। এই যন্ত্রাংশগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করতে সক্ষম হয় কমপিউটার। কমপিউটারের প্রতিটি যন্ত্রাংশের রয়েছে আলাদা কাজের ধরন ও তাদের প্রত্যেকের আলাদা গুরুত্ব রয়েছে। হার্ডওয়‍্যার ও সফটওয়‍্যার এই শব্দ দুটির সাথে সবাই পরিচিত। হার্ডওয়্যার হচ্ছে কমপিউটারের যন্ত্রাংশ যা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, যেমন- মনিটর, কীবোর্ড, মাউস ইত্যাদি। আর সফটওয়্যার হচ্ছে কমপিউটার চালানোর জন্য যেসব প্রোগ্রাম ব্যবহার করা হয়। মানুষের সাথে কমপিউটারের তুলনা করা হলে এককথায় বলা যায়, আমাদের হাত, পা, মাথা এগুলো হচ্ছে হার্ডওয়‍্যার আর আমাদের প্রাণ হচ্ছে সফটওয়‍্যার।

Related Questions:-