কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়? [MCQ]

5/5(4 votes)

Question:- কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ B. তিন

Explanation:- কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায় ৷

  1. কোনটি ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যার কাজ করে না?

    উত্তরঃ সফ্টওয়্যার ছাড়া কম্পিউটারের হার্ডওয়্যার কাজ করে না ৷

  2. কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে কি বলা হয়?

    উত্তরঃ কম্পিউটারের মেগানিক্যাল ডিবাউসকে হার্ডওয়্যার বলা হয় ৷

  3. কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ কি?

    উত্তরঃ কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হলো হার্ডওয়্যার ও সফটওয়ার।

  4. পাঁচটি হার্ডওয়্যার যন্ত্রের নাম লেখ?

    উত্তরঃ পাঁচ(৫)টি হার্ডওয়্যার যন্ত্রের নাম হলোঃ
    i)Mouse,
    ii) Keyboard,
    iii) Monitor,
    iv) Printer,
    v)Speaker

  5. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

    উত্তরঃ হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের প্রাণ ৷

Related Questions:-