সফটওয়্যার মূলত- [MCQ]

5/5(4 votes)

Question:- সফটওয়্যার মূলত-

উত্তরঃ D. অদৃশ্য শক্তি

Explanation:- সফটওয়্যার মূলত-অদৃশ্য শক্তি ৷

  1. Anti-Virus সফটওয়্যারের কাজ কি?

    উত্তরঃ কম্পিউটারের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই Anti-Virus সফটওয়্যারের কাজ ৷

  2. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

    উত্তরঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।

  3. কম্পিউটার সফটওয়্যার কী?

    উত্তরঃ কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।

  4. Windows XP কী?

    উত্তরঃ Windows XP হলো কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।

  5. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

    উত্তরঃ হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের প্রাণ ৷

Related Questions:-