কম্পিউটারের প্রজন্ম কয়টি? [MCQ]

Question: কম্পিউটারের প্রজন্ম কয়টি?

সঠিক উত্তরঃ গ) ৫টি

উত্তরঃ গ) ৫টি

Explanation:- কম্পিউটারের প্রজন্ম পাঁচটি

কম্পিউটারের প্রজন্ম

কম্পিউটারে Electronic/Electronics যন্ত্রাংশের প্রয়োগের উপর ভিত্তি করে কম্পিউটারকে ৫টি প্রজন্মে ভাগ করা হয়েছে। যেমন:-

(ক) প্রথম প্রজন্ম (১৯৪৪-১৯৫৯)– এই কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটগুলোতে Vacuum Tube- এর ব্যবহার হত এবং আকারেও বড় ছিল।

(খ) দ্বিতীয় প্রজন্ম (১৯৬০-১৯৬৪)– এই কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটগুলোতে Vacuum Tube-এর বদলে Transistor ব্যবহার করা হয় এবং প্রাথমিক স্মৃতি ভান্ডার হিসেবে Magnetic Core ব্যবহার করা হয়।

(গ) তৃতীয় প্রজন্ম (১৯৬৫-১৯৭০)– এই কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট-এ Transistor এর বদলে সর্বপ্রথম Integrated Circuit (IC)-এর ব্যবহার করা হয়।

(ঘ) চতুর্থ প্রজন্ম (১৯৭১-১৯৯৪)– এই কম্পিউটারে মাইক্রোপ্রসেসর-এর ব্যবহার করা হয়।

(ঙ) পঞ্চম প্রজন্ম (১৯৯৫-ভবিষ্যৎ)– এই কম্পিউটারে কৃত্তিম বুদ্ধিমত্তা দেয়ার বিষয়টি গবেষণা করা হচ্ছে। এছাড়া এই কম্পিউটাওে কী-বোর্ড ও মাউসের বদলে মানুষের ভাষার মাধ্যমে কম্পিউটারকে কমান্ড দেয়ার চিন্তা করা হয়। আরও

Related Questions:-