বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তোলেছে? [MCQ]

Question: বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য কোন সংস্থা গড়ে তোলেছে?

সঠিক উত্তরঃ ঘ) BSA

উত্তরঃ ঘ) BSA

Explanation:- বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারির জন্য BSA সংস্থা গড়ে তোলেছে ৷ BSA সফ্টওয়্যার লাইসেন্সিং এর গুরুত্ব সম্পর্কে ইউজারদের কাছে তুলে ধরে, সচেতনতা বৃদ্ধিসহ কপিরাইট লঙ্ঘনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গড়ে তুলে ৷ মেধা সম্পত্তি অধিকার রক্ষার জন্য কাজ করে। BSA নেতৃত্ব দেয় সদস্য কোম্পানির সমন্বয়ে গঠিত পরিষদ ৷

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

  1. বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স(BSA) কি

    উত্তরঃ বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স(BSA) হলো একটি ট্রেড গ্রুপ, যা বিশ্বব্যাপী প্রধান সফটওয়্যার কোম্পানিগুলির সফ্টওয়্যার কপিরাইট সুরক্ষা এবং জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে একটি নিরাপদ এবং আইনি ডিজিটাল বিশ্বকে উন্নীত করা ৷

  2. BSA এর সদস্য এমন কতগুলো সফটওয়্যার কোম্পানির নাম কি কি?

    উত্তরঃ BSA এর সদস্য এমন কতগুলো সফটওয়্যার কোম্পানির নাম হলো Microsoft, Adobe, Autodesk এবং IBM ইত্যাদি ৷

  3. BSA এর পূর্ণরূপ কী?

    উত্তরঃ BSA এর পূর্ণরূপ হলো Business Software Alliance (বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স) ৷

  4. BSA কবে প্রতিষ্ঠিত হয়?

    উত্তরঃ BSA প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে অবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত।

  5. BSA এর ২০১১ এর প্রতিবেদন অনুযায়ী প্রতি ১০ জনে কতজন পাইরেসি মুক্ত?

    উত্তরঃ BSA এর ২০১১ এর প্রতিবেদন অনুযায়ী প্রতি ১০ জনে ৭ জন পাইরেসি মুক্ত ৷

  6. কোনটি BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ?

    উত্তরঃ মেধাস্বত্ত্ব সংরক্ষণ BSA (বিজনেস সফটওয়্যার এলায়েন্স) এর কাজ ৷

Related Questions:-