আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এ তালার নাম কী? [MCQ]

Question: আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এ তালার নাম কী?

সঠিক উত্তরঃ ক) পাসওয়ার্ড

উত্তরঃ ক) পাসওয়ার্ড

Explanation:- আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এ তালার নাম পাসওয়ার্ড

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

  1. কম্পিউটার ভাইরাস কি?

    উত্তরঃ কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম ।

  2. ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে কম্পিউটারকে রক্ষা করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

    উত্তরঃ ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে কম্পিউটারকে রক্ষা করতে অ্যান্টিম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করা হয় ৷

  3. বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদায়ির জন্য কোন সংস্থা গড়ে তোলেছে?

    উত্তরঃ বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদায়ির জন্য BSA সংস্থা গড়ে তোলেছে ৷

Related Questions:-