অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি? [MCQ]

Question: অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি?

সঠিক উত্তরঃ ক) এডোবি ইলাস্ট্রেটর

উত্তরঃ ক) এডোবি ইলাস্ট্রেটর

Explanation:- অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার হলো এডোবি ইলাস্ট্রেটর ৷

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

  1. এডোবি ইলাস্ট্রেটর কি?

    উত্তরঃ এডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর গ্রাফিক্স এডিটর, যার প্রধান কাজ ভেক্টর গ্রাফিক্স তৈরি এবং এডিট ৷ এটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের জন্য অন্যতম একটি টুলস ৷ এই কম্পিউটার-গ্রাফিক্স অ্যাপ্লিকেশন তৈরি করেছে Adobe Inc কোম্পানি ৷

  2. এডোবি ইলাস্ট্রেটর কি কি কাজে ব্যবহার করা হয়?

    উত্তরঃ এডোবি ইলাস্ট্রেটর সাধারণত লোগো, আইকন, ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি এবং অন্যান্য আর্টওয়ার্ক তৈরি করতে ব্যবহৃত হয়।

  3. এডোবি ইলাস্ট্রেটরে “লিডিং” বলতে কী বোঝায়?

    উত্তরঃ এডোবি ইলাস্ট্রেটরে “লিডিং” বলতে লাইনগুলোর মাঝখানে ফাঁকা জায়গাকে বুঝায় ৷

  4. ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার কমান্ড কোনটি?

    উত্তরঃ ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার কমান্ড হলো Start → All Programs → Adobe Master Collection  → Adobe Illustrator.

Related Questions:-