নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? [MCQ]

Question: নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?

সঠিক উত্তরঃ ঘ) Windows NT

উত্তরঃ ঘ) Windows NT

Explanation:- নিচের Windows NT অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় ৷

সফটওয়্যার দুই ধরনের ৷ একটি সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার ও অপরটি অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার। অপারেটিং সফটওয়‍্যারের কাজ হচ্ছে কমপিউটার পরিচালনা করা। কিছু সিস্টেম সফটওয়‍্যারের মধ্যে রয়েছে ডস, উইন্ডোজ, লিনআক্স, মেকিনটোশ ইত্যাদি অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু কাজের জন্য বানানো প্রোগ্রাম। যেমন- ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখির কাজের জন্য রয়েছে মাইক্রোসফটের ওয়ার্ড ও ওপেনসোর্সের রয়েছে ওপেন অফিস রাইটার। ছবি সম্পাদনা করার জন্য রয়েছে ফটোশপথ্রিডি অ্যানিমেশনের জন্য ব্যবহার করা হয় মায়া বা থ্রিডি স্টুডিও ম্যাক্স, গান শোনা বা মুভি দেখার জন্য রয়েছে অনেক ধরনের মিউজিক বা ভিডিও প্লেয়ার ইত্যাদি।

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

উইন্ডোজ এনটিতে “NT” মানে কী?

উত্তরঃ উইন্ডোজ এনটিতে “NT” মানে New Technology(নতুন প্রযুক্তি) ৷

উইন্ডোজ এনটির মূল বৈশিষ্ট্যগুলো কি?

উত্তরঃ উইন্ডোজ এনটির মূল বৈশিষ্ট্যগুলো হলো প্রিমম্পটিভ মাল্টিটাস্কিং কার্নেল, সিমেট্রিক মাল্টিপ্রসেসিং (এসএমপি) এবং ডিভাইসের স্বাধীনতার জন্য একটি হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার (এইচএএল)।

Related Questions:-