কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? [MCQ]

5/5(4 votes)

Question:- কোনটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ?

উত্তরঃ B. সফটওয়্যার

Explanation:- সফ্টওয়্যার কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ

  1. কম্পিউটারের অদৃশ্য শক্তি কোনটি?

    উত্তরঃ কম্পিউটারের অদৃশ্য শক্তি সফটওয়্যার

  2. সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?

    উত্তরঃ সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার

  3. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?

    উত্তরঃ নিচের সিস্টেম সফটওয়্যারটি হলো এমএস উইন্ডোজ ৷

  4. সফটওয়্যার কত প্রকার?

    উত্তরঃ সফটওয়্যার দুই প্রকার ৷

  5. সিস্টেম সফটওয়্যার কত প্রকার?

    উত্তরঃ সিস্টেম সফটওয়্যার তিন প্রকার ৷

  6. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

    উত্তরঃ বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয় ৷

Related Questions:-