হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? [MCQ]

5/5(4 votes)

Question:- হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি?

উত্তরঃ C. পামটপ

Explanation:- হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার হলো পামটপ ৷

পামটপ কম্পিউটার, এটি ব্যক্তিগত ডিজিটাল সহকারী (পিডিএ) বা হ্যান্ডহেল্ড কম্পিউটার নামেও পরিচিত ৷ এটি ছোট আকারে যা হাতের তালুতে ফিট করার জন্য ডিজাইন করা হয়েছে ৷ অনেকের সহজে বহন করার জন্য বহনযোগ্য কম্পিউটিং ডিভাইস প্রয়োজন পড়ে, তাদের জন্য পামটপ কম্পিউটার অন্যতম ৷ এসকল ডিভাইস টাচস্ক্রিন অথবা বাটনযুক্ত হয়ে থাকে ৷ এ ধরনের ডিভাইসে ক্যালেন্ডার, ইমেল এবং ইন্টারনেট অ্যাক্সেসসহ আরও অনেক কাজ করা হয়ে থাকে ৷

Related Questions:-