প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? [MCQ]

5/5(4 votes)

Question:- প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি?

উত্তরঃ D. এ্যাবাকাস

Explanation:- প্রথম গণনাকারী যন্ত্রের নাম এ্যাবাকাস ৷

অ্যাবাকাস (Abacus): গণনাকারী যন্ত্রের উন্মেষ ঘটে যিশু খ্রিষ্টের জন্মের বহু বছর পূর্বে। খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে তৎকালীন চীন দেশে অ্যাবাকাস নামক একটি গণনা যন্ত্র আবিষ্কৃত হয়। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে এখনও এই যন্ত্রের ব্যবহার হচ্ছে। যন্ত্রটি ছিল দুই অংশবিশিষ্ট একটি আয়তাকার ফ্রেম। উভয় অংশে একাধিক খাড়া তার আটকানো থাকে এবং প্রত্যেকটি তারের প্রথম অংশে ৫টি এবং দ্বিতীয় অংশে ২টি করে ঘুঁটি থাকে। প্রথম অংশের প্রতিটি ঘুঁটির মান ১ এবং দ্বিতীয় অংশের প্রতিটি খুঁটির মান ৫। এই ঘুঁটিগুলোকে দুই অংশে বিভক্তকারী পার্টিশনের কাছাকাছি নিয়ে এসে গণনাকার্য সম্পন্ন করা হয়। চীন দেশে অ্যাবাকাসকে বলা হয় সুয়ানপান (Suanpan) এবং জাপানে বলা হয় সরোবান (Soroban)। অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে কীভাবে গণনার কাজ সম্পন্ন করা হতো তা বর্ণনা করা হলো:

প্রথম গণনাকারী যন্ত্রের নাম এ্যাবাকাস

চিত্রে সাত সংখ্যাবিশিষ্ট একটি যোগফলের সংখ্যা সাজানো হয়েছে। ডানদিক থেকে প্রথম সংখ্যাটি (৫+৪) = ৯, দ্বিতীয় সংখ্যাটি (৫+৩) = ৮, তৃতীয় সংখ্যাটি (০+১) = ১, চতুর্থ সংখ্যাটি (০+০) = ০, পঞ্চম সংখ্যাটি (০+৩) = ৩, ষষ্ঠ সংখ্যাটি (০+২) = ২ এবং সপ্তম সংখ্যাটি (৫+২) = ৭। এইবার বামদিকের সংখ্যা থেকে ডানদিকের সংখ্যাটির দিকে গণনা করলে হবে ৭২৩০১৮৯।

  1. অ্যাবাকাস কী?

    উত্তরঃ অ্যাবাকাস হচ্ছে আড়াআড়ি তারে ছোট্ট গোলক বা পুঁতি লাগানো চারকোণা কাঠের একটি কাঠামো। এখনকার কম্পিউটারের মত অ্যাবাকাসও সংখ্যাকে সংকেত বা কোড হিসেবে বিবেচনা করে- কাঠামোতে তারের অবস্থান ও তারে পুঁতির উপস্থিতি সংকেত নিরূপন করে। খ্রিস্টপূর্ব ৩০০০ সালে ব্যাবিলনে এটি আবিস্কার হয় বলে ধারণা করা হয়। অ্যাবাকাস দিয়ে সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ ও বর্গমূল নিরূপন করা যেত।

  2. অ্যাবাকাস দিয়ে কি করা হয়?

    উত্তরঃ অ্যাবাকাস দিয়ে গানিতিক হিসাব করা হয় ৷

  3. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র?

    উত্তরঃ অ্যাবাকাস কাঠের তৈরি গণনাকারী যন্ত্র ৷

  4. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে?

    উত্তরঃ অ্যাবাকাস ক্যালকুলেটর আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে ৷

  5. কম্পিউটারের ইতিহাসে কোনটিকে প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয়?

    উত্তরঃ কম্পিউটারের ইতিহাসে অ্যাবাকাস প্রথম যন্ত্র হিসেবে গণ্য করা হয় ৷

  6. ABACUS কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?

    উত্তরঃ ABACUS চীন দেশে আবিষ্কৃত হয়েছিল ৷

Related Questions:-

Scroll to Top