বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি [MCQ]

Question: বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি

সঠিক উত্তরঃ খ) ENIAC

উত্তরঃ খ) ENIAC

Explanation:- বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো এনিয়াক(ENIAC) ৷

১৯৪৬ সালে সমাপ্ত এনিয়াক ছিল বহুমুখী কাজের জন্য তৈরি কম্পিউটার। এ দিক থেকে এনিয়াক কম্পিউটার হচ্ছে প্রথম পূর্ণাঙ্গ বা সফল ইলেকট্রনিক কম্পিউটার। এনিয়াক-এর পূর্ণরূপ হচ্ছে Electronic Numerical Integrator and Calculator (ENIAC). এনিয়াক কম্পিউটারে ১৮০০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। এটি 20×40 ফুট মাপের জায়গা জুড়ে স্থাপন করা হয়েছিল। এ যন্ত্রটির ওজন ছিল ৩০ টন। এই এনিয়াক কম্পিউটার সেকেন্ডে ৫০০০ যোগ এবং ৩০০ গুণের কাজ করতে পারত। ঐ সময়ের মার্ক-১ এবং অন্যান্য গণনা যন্ত্রের চেয়ে এনিয়াক ৩০০ গুণ বেশি গতিতে কাজ করতে পারত। তবে এনিয়াক কম্পিউটারের অভ্যন্তরে নির্বাহ সংকেত বা পরিচালনা নির্দেশ ধারণ করার কোনো ব্যবস্থা ছিল না। বাইরে স্থাপিত প্লাগ বোর্ড ও সুইচের সাহায্যে পরিচালনা নির্দেশ বা নির্বাহ সংকেত প্রদান ও নিয়ন্ত্রণ করতে হত। ১৯৫৫ সাল পর্যন্ত সেনাবাহিনীর কাজে এনিয়াক কম্পিউটার ব্যবহৃত হয়।

Related Questions:-