আইবিএম কোন দেশের কোম্পানি? [MCQ]

5/5(4 votes)

Question:- আইবিএম কোন দেশের কোম্পানি?

উত্তরঃ B. যুক্তরাষ্ট্র

Explanation:- আইবিএম যে দেশের কোম্পানি, তা হলো যুক্তরাষ্ট্র ৷

  1. ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার কে ছিলেন?

    উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে প্রথম স্থাপিত আই বি এম ১৬২০ মডেলের কম্পিউটারের প্রোগ্রামার ছিলেন মুহাম্মদ হানিফ উদ্দিন মিয়া ৷

  2. বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি কোন প্রকারের কম্পিউটার?

    উত্তরঃ বাংলাদেশে ১৯৬৪ সালে স্থাপিত আইবিএম-১৬২০ কম্পিউটারটি ১৬২০ সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার ৷

  3. ১৯৬৪ সালে বাংলাদেশে কোন কম্পিউটার স্থাপিত হয়?

    উত্তরঃ ১৯৬৪ সালে বাংলাদেশে 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয় ৷

  4. আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

    উত্তরঃ আইবিএম এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত

  5. আইবিএম এর প্রতিষ্ঠাতা কে

    উত্তরঃ আইবিএম এর প্রতিষ্ঠাতা চার্লস র‍্যানলেট ফ্লিন্ট ৷

  6. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি?

    উত্তরঃ মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন আইবিএম কোম্পানি ৷

  7. কত সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাইক্রোসফটকে দায়িত্ব দেন?

    উত্তরঃ ১৯৮১ সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাইক্রোসফটকে দায়িত্ব দেন ৷

Related Questions:-