ইসরায়েলের তৈরি শক্তিশালী ফোন হ্যাকিং স্পাইওয়্যার কোনটি? [MCQ]

Question: ইসরায়েলের তৈরি শক্তিশালী ফোন হ্যাকিং স্পাইওয়্যার কোনটি?

সঠিক উত্তরঃ ক) পেগাসাস

উত্তরঃ ক) পেগাসাস

Explanation:- ইসরায়েলের তৈরি শক্তিশালী ফোন হ্যাকিং স্পাইওয়্যার হলো পেগাসাস

স্পাইওয়্যার মূল কাজ হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার রচয়িতাকে পেরন করা, যাতে তারা এই সব তথ্য আইনবহির্ভূত কাজে ব্যাবহার করতে পারে। স্পাইওয়্যার আপনার ব্রাউজারের হোম পেজ পরিবর্তন, সার্চং পেজ পরিবর্তন, অনাকাংকিত টুলবার যোগ করে নানান সমস্যার সৃষ্টি করে, যা খুবই বিরক্তকর। এছাড়া এই সমস্ত স্পাইওয়্যার সাথে কীলঞ্জিং) keylogging) থাকতে পারে, যা থেকে স্পাইওয়‍্যার রচয়িতা আপনার ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নামের মত বিভিন্ন তথ্য পতে পারে।

স্পাইওয়্যার নিজে নিজে ছড়াতে পারে না, এটা কোন প্রোগ্রামের বা ওয়েবপেজর অংশ হিসেবে কম্পিউটার ইনস্টল হয়, তারপর তার কাজ শুরু করে। সবচে বড় ভাবনার বিষয় হচ্ছে, সাধারণ এন্টিভাইরাস এদের শনাক্ত করতে পারে না। এর জন্য এন্টিভাইরাসে এন্টিস্পাইওয়্যার অপশন থাকতে হয়।

Related Questions:-