মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি? [MCQ]

Question: মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি?

সঠিক উত্তরঃ গ) আই বি এম

উত্তরঃ গ) আই বি এম

Explanation:- মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে আই বি এম কোম্পানি ৷

মেইনফ্রেম কম্পিউটার

সুপার কম্পিউটারের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী কম্পিউটার হচ্ছে মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)। মেইনফ্রেম কম্পিউটার বিপুল পরিমাণ উপাত্ত বিশ্লেষণের কাজ করতে পারে। বৈজ্ঞানিক গবেষণার সূক্ষ্মাতিসূক্ষ্ম উপাত্ত বিশ্লেষণ ও গাণিতিক কাজ মেইনফ্রেম কম্পিউটারের সাহায্যে দক্ষতার সঙ্গে সম্পাদন করা যায়। তবে, অফিস-আদালত, বড় বড় শিল্প-কারখানা ও গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ইত্যাদি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ এবং জটিল তথ্য ব্যবস্থাপনার কাজের জন্যই সাধারণত মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। মেইনফ্রেম কম্পিউটারে মূল কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সঙ্গে অনেকগুলি টার্মিনাল যুক্ত করে একই সঙ্গে অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এ কম্পিউটারে বিভিন্ন প্রকার এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এ ছাড়া উচ্চস্তরের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করেও প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যায়।

বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। এরপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পরিসংখ্যান ব্যুরো, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয়। আইবিএম, ইউনিপিস, হিউলেট প্যাকার্ড ইত্যাদি কোম্পানি মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে।

Related Questions:-