সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- [MCQ]

5/5(4 votes)

Question:- সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল-

উত্তরঃ C. সুপার কম্পিউটার

Explanation:- সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল-সুপার কম্পিউটার ৷

সুপার কম্পিউটার

সুপার কম্পিউটার (Super Computer) হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার। সুপার কম্পিউটারের সাহায্যে সূক্ষ্মাতিসূক্ষ্ম এবং জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ করা যায়। এ ধরনের কাজ অন্য কোনো শ্রেণীর কম্পিউটারের সাহায্যে করা সম্ভব নয়। মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি ইত্যাদি ক্ষেত্রে আধুনিক ও উন্নততর গবেষণার কাজ সুপার কম্পিউটার ছাড়া আশানুরূপভাবে পরিচালনা করা যায় না। বর্তমানে ব্যবহৃত সুপার কম্পিউটারগুলিতে কয়েক হাজার প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক/গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে। আমেরিকা ও জাপানসহ বিশ্বের অনেক দেশ সুপার কম্পিউটার তৈরি করে থাকে।

আবহাওয়া গবেষণা ও আবহাওয়া বার্তা অনুধাবনের জন্য কৃত্রিম উপগ্রহ (Satellite), বিমান ও ভূ-কেন্দ্রের মাধ্যমে ভূমণ্ডলীর পরিবেশ (Atmosphere) এবং আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে ইনপুট হিসেবে সুপার কম্পিউটারে প্রদান করা হয়। সুপার কম্পিউটারে বিদ্যমান প্রোগ্রামের সাহায্যে এ সব উপাত্ত প্রক্রিয়াকরণ হয়ে ফলাফল বা আউটপুট প্রদর্শিত/মুদ্রিত হয়।

সুপার কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল। এ কারণেই ব্যক্তিগত পর্যায়ে এ সব কম্পিউটার ক্রয় বা ব্যবহারের কথা ভাবা যায় না। সরকারিভাবে এবং খুব বড় ধরনের প্রতিষ্ঠানের পক্ষেই কেবল সুপার কম্পিউটার ক্রয় ও ব্যবহার করা সম্ভব। বাংলাদেশে কোনো সুপার কম্পিউটার নেই। ভারত ‘পরম’ নামে একটি সুপার কম্পিউটার নিজেরাই তৈরি করেছে এবং সাফল্যের সঙ্গে ব্যবহার করছে।

সুতরাং সুপার কম্পিউটার সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

  1. ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন কীরূপ?

    উত্তরঃ ডিজিটাল কম্পিউটারের কাজের ধরন অগ্রসরমান ও পর্যায়ক্রমিক ৷

  2. ডিজিটাল কম্পিউটার কত প্রকার?

    উত্তরঃ ডিজিটাল কম্পিউটার চার প্রকার ৷

  3. বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে কতটি?

    উত্তরঃ বাংলাদেশে এ পর্যন্ত সুপার কম্পিউটার স্থাপিত হয়েছে একটি ৷

  4. বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?

    উত্তরঃ বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম নয়ন ৷

  5. কম্পিউটার গণনার একক কোনটি?

    উত্তরঃ কম্পিউটার গণনার একক বাইট ৷

Related Questions:-