Question: UNIVAC কম্পিউটার দ্বিতীয়টি আমেরিকার কোথায় সরবরাহ করা হয়?
👁 82 ভিউ
Explanation:- UNIVAC কম্পিউটার দ্বিতীয়টি আমেরিকার বিমান বাহিনীতে সরবরাহ করা হয় ৷
-
মার্কিন বিমান বাহিনীতে দ্বিতীয় UNIVAC কম্পিউটার কখন সরবরাহ করা হয়?
উত্তরঃ মার্কিন বিমান বাহিনীতে দ্বিতীয় UNIVAC কম্পিউটার সরবরাহ করা হয় ১৯৫৩ সালে ৷
-
মার্কিন বিমান বাহিনী দ্বিতীয় UNIVAC কম্পিউটার কী কী কাজে ব্যবহার করেন?
উত্তরঃ মার্কিন বিমান বাহিনী দ্বিতীয় UNIVAC কম্পিউটার ইউএস এয়ার ফোর্স ডাটা প্রসেসিং, ক্যালকুলেশন এবং সিমুলেশন সহ বিভিন্ন কাজে ব্যবহার করেন ৷
-
প্রথম UNIVAC এর তুলনায় দ্বিতীয় UNIVAC কম্পিউটারে কোন কোন ক্ষেত্রে উন্নত ছিল?
উত্তরঃ প্রথম UNIVAC এর তুলনায় দ্বিতীয় UNIVAC কম্পিউটারের গতি স্পীড, মেমরির ক্ষমতা এবং নির্ভরযোগ্যতায় উন্নত ছিল ৷
Related Questions:-