গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন কে? [MCQ]

4.2/5(6 votes)

Question:- গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করেন কে?

উত্তরঃ A. ব্লেইজ প্যাস্কেল

Explanation:- গণনা যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্লেইজ প্যাস্কেল ব্যবহার করেন

ফলস্বরূপ ১৬৪২ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত হয় চাকা ঘুরিয়ে গণনা করা উপযুক্ত যন্ত্র। যন্ত্রটির আবিষ্কারক ফ্রান্সের গণিতবিদ ব্লেজ পাস্কল (Blaise Pascal)। এই যন্ত্রের সাহায্যে চার সারি সংখ্যার যোগফল অতিদ্রুত নির্ণয় করা সম্ভব হলেও সরাসরি বিয়োগ-গুণ এবং ভাগ এর দ্বারা করা যেতো না। পাস্কল এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। যন্ত্রটি তিনি উপহার দিয়েছিলেন

সম্রাট চর্তুদশ লইকে (Louis XIV)। এর পর দীর্ঘ সময় ধরে আর কোন গণকযন্ত্র আবিষ্কারের ইতিহাস শোনা যায় না।

Related Questions:-