নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? [MCQ]

Question: নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম?

সঠিক উত্তরঃ খ) ডিরেক্টর

উত্তরঃ খ) ডিরেক্টর

Explanation:- ডিরেক্টর হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম ৷

  1. মাল্টিমিডিয়া সফটওয়্যার এর একটি উদাহরণ কি?

    উত্তরঃ মাল্টিমিডিয়া সফটওয়্যার এর একটি উদাহরণ মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ৷

  2. মাল্টিমিডিয়ার ব্যবহার হয় কোনটিতে?

    উত্তরঃ মাল্টিমিডিয়ার ব্যবহার হয় অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে

  3. মাল্টিমিডিয়ার প্রয়োগ সুবিধা কী?

    উত্তরঃ মাল্টিমিডিয়ার প্রয়োগ সুবিধা হলোঃ
    ১/ বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
    ২/ মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে

  4. মাল্টিমিডিয়া কী?

    উত্তরঃ মাল্টিমিডিয়া হলো বহু মাধ্যম ৷ যেমনঃ টেলিভিশন, সিনেমা, ওয়েবপেজ ইত্যাদি ৷

  5. মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি?

    উত্তরঃ মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ সিনেমা

  6. বাংলাদেশ ৭১ কী?

    উত্তরঃ বাংলাদেশ ৭১ হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার ৷ আরও রয়েছে অবসর, বিজয় শিশুশিক্ষা

  7. মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?

    উত্তরঃ মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা ইন্টারঅ্যাকটিভ ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন

  8. মায়া কী ধরনের সফটওয়্যার?

    উত্তরঃ মায়া গ্রাফিক্স ডিজাইন ধরনের সফটওয়্যার

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

Related Questions:-