সফটওয়্যার কি? [MCQ]

Question: সফটওয়্যার কি?

সঠিক উত্তরঃ খ) কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম

উত্তরঃ খ) কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম

Explanation:- সফটওয়্যার হলো কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম ৷

আরও জানুনঃ পরিক্ষায় আসা ৫০+ কম্পিউটার সফটওয়্যার MCQ

  1. কম্পিউটার কি?

    উত্তরঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। গ্রীক শব্দ Compute থেকে Computer শব্দের উৎপত্তি। Compute অর্থ গণনা করা এবং Computer শব্দের অর্থ গণনাকারী। তবে যে যন্ত্র মানুষের দেয়া যুক্তিসংগত তথ্য ও নির্দেশের ভিত্তিতে অতি দ্রুত ও নির্ভুল ফলাফল দেয় তাকে কম্পিউটার (Computer) বলা হয়। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র হিসেবে তৈরী হলেও এর সাহায্যে খুব সহজে এবং অল্প সময়ে প্রচুর তথ্য সম্বলিত গাণিতিক হিসাবসহ বিভিন্ন ধরণের সমস্যা সমাধান করা যায়। এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে না। যেমন- অফিস, বাসা, ব্যাংক, রেলওয়ে, বিমান, যোগাযোগ, প্রিন্টিং-পাবলিকেশন, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, গবেষণা, প্রতিরক্ষা এবং ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

  2. কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে?

    উত্তরঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে বলা হয় সফটওয়্যার।

  3. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

    উত্তরঃ সফ্টওয়্যার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ৷

Related Questions:-