মাইক্রো শব্দের অর্থ কি? [MCQ]

5/5(4 votes)

Question:- মাইক্রো শব্দের অর্থ কি?

উত্তরঃ B. ক্ষুদ্র

Explanation:- মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র

  1. হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি?

    উত্তরঃ হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার হলো পামটপ ৷

  2. ১ মাইক্রো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগের সমান?

    উত্তরঃ ১ মাইক্রো সেকেন্ড ১ সেকেন্ডের ১০ লক্ষ ভাগের সমান

  3. ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?

    উত্তরঃ ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ ৷

  4. ১ মিলি সেকেন্ড সমান কত?

    উত্তরঃ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ সময় ।

  5. আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার?

    উত্তরঃ আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার চার প্রকার ৷

Related Questions:-