কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজ এর তৈরি? [MCQ]

5/5(6 votes)

Question:- কোন যন্ত্রটি চার্লস ব্যাবেজ এর তৈরি?

উত্তরঃ C. ডিফারেন্স ইঞ্জিন

Explanation:- চার্লস ব্যাবেজ এর তৈরি যন্ত্রটি হলো ডিফারেন্স ইঞ্জিন ৷ চার্লস ব্যাবেজ ১৯ শতকে ডিফারেন্স ইঞ্জিন ডিজাইন করেছিলেন, বিশেষ করে ১৮২০ এর দশকের শুরুতে। এটি একটি স্বয়ংক্রিয় যান্ত্রিক ক্যালকুলেটর, যা জটিল গাণিতিক ফাংশন যেমন বিজ্ঞান এবং প্রকৌশলে ব্যবহৃত গাণিতিক টেবিল তৈরি করার জন্য ব্যবহৃত হতো ৷ তাছাড়া কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ ব্যাবেজ গণিত, ক্রিপ্টোগ্রাফি এবং অর্থনীতির ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন ৷

  1. আধুনিক কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ ৷

  2. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

    উত্তরঃ চার্লস ব্যাবেজ ছিলেন একজন প্রকৌশলী এবং গণিতবিদ ৷

  3. চার্লস ব্যাবেজের কত সালে জন্মগ্রহন করেন?

    উত্তরঃ ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন।

  4. Analytical Engine গণনাযন্ত্রটি কে তৈরি করেন?

    উত্তরঃ Analytical Engine গণনাযন্ত্রটি চার্লস ব্যাবেজ তৈরি করেন ৷

  5. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?

    উত্তরঃ চার্লস ব্যাবেজ ১৮ অক্টোবর, ১৮৭১-এ মারা যান ৷

Related Questions:-