কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি? [MCQ]

5/5(4 votes)

Question:- কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ কয়টি?

  • or, কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি?
  • or, কম্পিউটার হার্ডওয়্যার কয়টি অংশ থাকে?

উত্তরঃ B. তিনটি

Explanation:- কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার এর প্রধান অংশ তিনটি ৷

কম্পিউটার সংগঠনের চিত্র ও বর্ণনা

কম্পিউটার বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। কম্পিউটারের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের মধ্যে যথাযথ সংযোগ স্থাপনের মাধ্যমে তৈরি হয় পূর্ণাঙ্গ কম্পিউটার। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে সংযোগ স্থাপনের বিন্যাসই হচ্ছে কম্পিউটার সংগঠন। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যা কম্পিউটারের মস্তি কস্বরূপ। এটা চিপ ও কার্ডের সমন্বয়ে গঠিত। কম্পিউটারের ইনপুট, আউটপুট, স্মৃতি ও অন্যান্য বর্তনী সিপিইউ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কম্পিউটারের সবচেয়ে মূল্যবান অংশ যা মস্তিষ্ক (ব্রেন) হিসেবে খ্যাত এবং যার সাহায্যে ডাটা প্রসেস করা হয় তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ(CPU) বলে।

কম্পিউটার সংগঠনকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

  • ১. ইনপুট অংশ (Input Unit)
  • ২. প্রক্রিয়াকরণ অংশ (Processing Unit)
  • ৩. আউটপুট অংশ (Output Unit)

প্রক্রিয়া অংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা-

  • (ক) গাণিতিক যুক্তি অংশ (Arithmatic Logic Unit)
  • (খ) নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
  • (গ) প্রধান স্মৃতি অংশ (Main Memory Unit)

নিচে চিত্রের মাধ্যমে কম্পিউটারের সংগঠন সংক্ষেপে দেখানো হলো:

কম্পিউটার সংগঠন বা হার্ডওয়্যার চিত্রসহ বর্ণণা

১. ইনপুট অংশ: কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা ইনপুট যন্ত্রাংশ বলে। যেমন- কী বোর্ড, মাউস, স্ক্যানার, কার্ড রিডার, পেপার রিডার, হার্ডডিস্ক, ফ্লপিডিস্ক ও সিডি ড্রাইভ ইত্যাদি।

২. প্রক্রিয়াকরণ অংশ: কম্পিউটারের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হল প্রক্রিয়াকরণ অংশ। এটা কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ। নিয়ন্ত্রণ, গাণিতিক যুক্তি অংশ এবং মেমোরি কম্পিউটারের এ তিনটি অংশকে প্রক্রিয়াকরণ অংশ বলে। CPU-এর তিনটি অংশ নিচে দেওয়া হলো: (ক) গাণিতিক যুক্তি অংশ; (খ) নিয়ন্ত্রণ অংশ; (গ) মেমোরি অংশ।

(ক) গাণিতিক যুক্তি অংশ এ অংশে গাণিতিক সমস্যার সমাধান করে। প্রয়োজন হলে গণনার ফলাফল ALU-তেই জমা থাকে অথবা প্রধান মেমোরিতে পাঠিয়ে দেওয়া হয়।

(খ) নিয়ন্ত্রণ অংশ: নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত র‍্যাম ও রমে সঞ্চিত নির্দেশ অনুযায়ী নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের অন্যান্য অংশকে নিয়ন্ত্রণ ও ডাটা সংরক্ষণ করে।

(গ) মেমোরি অংশ: মেমোরি বা স্মৃতি হচ্ছে কম্পিউটারের একটি অংশ, যেখানে তথ্য জমা থাকে। কম্পিউটারে সাধারণত প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি অংশ বিদ্যমান। তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হলে সহায়ক মেমোরির প্রয়োজন হয়।

বিভিন্ন প্রকার কম্পিউটার মেমোরি: কম্পিউটারের মেমোরি

প্রধানত দু’প্রকার। যথা:

(i) প্রাথমিক/ প্রধান মেমোরি (Main Memory)
(ii) গৌণ/ সহায়ক মেমোরি (Secondary Memory)

(i) প্রাথমিক/ প্রধান মেমোরি প্রাথমিক মেমোরি বলতে র‍্যাম (RAM) এবং রম (ROM) কে বুঝায়। র‍্যাম-এ সকল ধরনের ডাটা ও প্রোগ্রাম অস্থায়ীভাবে রাখা হয়। রম-এ যে সমস্ত তথ্য থাকে তা শুধু পড়া যায়। কম্পিউটারের কাজ শুরুর জন্য প্রয়োজনীয় তথ্য বা নির্দেশাবলি রম থেকে নেয়া হয়।

(ii) গৌণ/ সহায়ক মেমোরি প্রধান মেমোরি বাদে যে মেমোরি বেশি ব্যবহার করা হয় তা হলো সহায়ক মেমোরি। স্থায়ীভাবে তথ্য নির্দেশাবলি সংরক্ষণের জন্য সহায়ক মেমোরি ব্যবহার করা হয়ে থাকে।

৩. আউটপুট অংশ কম্পিউটারে ডাটা ও নির্দেশাবলি প্রক্রিয়াকরণের ফলাফল বা আউটপুট অংশের মাধ্যমে প্রদর্শন করা হয়। সাধারণত ব্যবহারকারীরা এ অংশের মাধ্যমে ফলাফল দেখতে পারে। বিভিন্ন ধরনের আউটপুট যন্ত্র পাওয়া যায়। একেক ধরনের যন্ত্র একেকভাবে ফলাফল প্রদর্শন করে থাকে।

উপসংহার: উপরিউক্ত বর্ণনা দ্বারা এটাই প্রতিয়মান হয় যে, কম্পিউটারের জন্য কেন্দ্রিয় প্রসেসিং ইউনিট বা CPU খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাই এ সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

Related Questions:-

Scroll to Top