কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? [MCQ]

5/5(4 votes)

Question:- কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?

উত্তরঃ A. এনালগ

Explanation:- এনালগ কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে ৷

  1. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি?

    উত্তরঃ এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম হাইব্রিড কম্পিউটার ৷

  2. প্রথম কম্পিউটারের কি ব্যবহৃত হয়?

    উত্তরঃ প্রথম কম্পিউটারের বায়ুশূন্য বাল্ব ব্যবহৃত হয় ৷

  3. কম্পিউটারের প্রাইমারি মেমোরী কোনটি?

    উত্তরঃ কম্পিউটারের প্রাইমারি মেমোরী RAM.

  4. কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়?

    উত্তরঃ দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয় ৷

  5. কম্পিউটারের মূল মেমোরী কি দিয়ে তৈরি?

    উত্তরঃ কম্পিউটারের মূল মেমোরী সিলিকন দিয়ে তৈরি ৷

Related Questions:-