কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বুঝায় [MCQ]

Question: কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বুঝায়?

সঠিক উত্তরঃ ঘ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

উত্তরঃ ঘ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

Explanation:- কম্পিউটার হার্ডওয়্যার বলতে বুঝায় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জামকে ৷

হার্ডওয়্যার

কম্পিউটারের সকল প্রকার যন্ত্র এবং যন্ত্রাংশকে হার্ডওয়্যার (Hardware) বলা হয়। কম্পিউটারের কোনো হার্ডওয়‍্যারই এককভাবে বা বিচ্ছিন্নভাবে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারে না। হার্ডওয়্যারগুলোর পারস্পরিক সংযোগের মাধ্যমে একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করে। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, স্থায়ী স্মৃতি, অস্থায়ী স্মৃতি, সহায়ক স্মৃতি, বিভিন্ন প্রকার কার্ড/এ্যাডাপ্টর বসানোর ঘর বা স্লট এবং পাওয়ার বোর্ড, মাদার বোর্ড ইত্যাদি।

কম্পিউটারের সঙ্গে বাইরে থেকে সংযুক্ত অনেক রকম ইনপুট ও আউটপুট যন্ত্রাদি ব্যবহৃত হয়। বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্রাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কী-বোর্ড, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর, ওএমআর, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ভিসিআর/ভিসিপি ইত্যাদি। আর বহুল ব্যবহৃত আউটপুট যন্ত্রাদির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মনিটর, বিভিন্ন প্রকার প্রিন্টার, প্লটার, ডিজিটাল প্রজেক্টর, বিভিন্ন প্রকার ভিডিও টেপ, সিডি, ডিভিডি, ভিসিআর/ভিসিপি ইত্যাদি।

Related Questions:-