Question: আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
[custom_post_buttons]
Explanation:- “আঠারো বছর বয়স ভয়ংকর” কারণ এ বয়সে কানে নানা মন্ত্রণা আসে বলে ৷
-
আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কী হয়ে যায়?
উত্তরঃ আঠারো বছর বয়স লক্ষ দীর্ঘশ্বাসে কালো হয়ে যায় ৷
-
‘আঠারো বছর বয়স’ কবিতায় কোন বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে?
উত্তরঃ ‘আঠারো বছর বয়স’ কবিতায় আঠারো বছর বয়সকে ‘দুঃসহ বলা হয়েছে ৷
-
“এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- কে বলেছেন?
উত্তরঃ “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- সুকান্ত ভট্টাচার্য বলেছেন ৷
Related Post
- আঠারো বছর বয়স কবিতায় কবি সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় আঠারো শব্দটি কতবার এসেছে? MCQ
- ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপ উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ? MCQ
- সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়- MCQ
- ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর’ বলতে বোঝানো হয়েছে- MCQ
- আঠারো বছর বয়সিদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? MCQ
- নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে? MCQ
- “সঁপে আত্মাকে শপথের কোলাহলে”— ‘আঠারো বছর বয়স’ কবিতার চরণটিতে কী প্রকাশিত? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কীসের মতো চলে? MCQ
- “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি”, আঠারো বছর বয়স কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের— MCQ