১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? MCQ

১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? MCQ

A)এক নতুন সমাজ ব্যবস্থার
B)এক সাংস্কৃতিক আন্দোলন
C)এক রাজনৈতিক মতবাদের
D)এক নতুন জাতীয় চেতনার

উত্তরঃ D) এক নতুন জাতীয় চেতনার

১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল

ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল

ঐতিহাসিক ভাষা আন্দোলন ছিল বাঙালির রাজনৈতিক জীবনে স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। এ আন্দোলনে শহিদদের আত্মত্যাগের সফলতা বাঙালির পরবর্তী সকল আন্দোলন সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল। ১৯৫৩ সাল থেকে ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৫৪ সালে পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫৬ সালে প্রণীত সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়।

এভাবে ভাষা আন্দোলনের বিজয়ের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতা অর্জনের মূলমন্ত্রটি শিখে যায়, তা হলো-সংঘবদ্ধভাবে আন্দোলন করলে সে আন্দোলনে সফলতা আসবেই। আর তাই বায়ান্ন পরবর্তী সকল আন্দোলন সংগ্রামেই ২১-এর চেতনা গভীরভাবে উজ্জীবিত ছিল। যেমন- ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬-এর সংবিধান প্রণয়ন, ৬২-এর শিক্ষা আন্দোলন ৬৬-এর ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর সাধারণ নির্বাচন প্রভৃতি সকল আন্দোলনের সম্মুখে থাকা অতন্ত্র চেতনা হিসেবে ভূমিকা রেখেছিল ঐতিহাসিক ভাষা আন্দোলন।

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top