প্রমথ চৌধুরী সম্পর্কে বিস্তারিত MCQ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

প্রমথ চৌধুরী সম্পর্কে বিস্তারিত MCQ বহুনির্বাচনি  প্রশ্ন উত্তর

প্রমথ চৌধুরী সম্পর্কে সংক্ষেপে

নামঃপ্রমথ চৌধুরী ৷
আসল নামঃপ্রমথনাথ চৌধুরী ৷
ছদ্মনামঃবীরবল ৷
জন্মঃ৭ আগস্ট ১৮৬৮ ৷
জন্মস্থানঃযশোর ৷
পৈতৃক নিবাসঃপাবনা জেলার হরিপুর গ্রাম।
কর্মজীবনঃইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন।
মৃত্যুঃ১৯৪৬ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর কলকাতায়।

শিক্ষাঃ ১৮৯০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এমএ ডিগ্রি লাভ করেন। এরপর বিলেত (ইংল্যান্ড) থেকে ব্যারিস্টারি পাস করেন।

সাহিত্যিক পরিচিতিঃ মূলত প্রাবন্ধিক হিসেবে খ্যাতি অর্জন করলেও সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ ছিল। তাঁর নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। বাংলা সাহিত্যে প্রথম স্যাটায়ারিস্ট বা বিদ্রূপাত্মক প্রবন্ধ রচয়িতা। ‘সবুজপত্র’ নামক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে এ পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে।

প্রমথ চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

  1. প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?

    উত্তরঃ প্রমথ চৌধুরী যশোর জেলায় জন্মগ্রহন করেন ৷

  2. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি?

    উত্তরঃ প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল ৷

  3. প্রমথ চৌধুরী কোন সাহিত্যে সুপন্ডিত ছিলেন?

    উত্তরঃ প্রমথ চৌধুরী ফরাসি এবং ইংরেজি সাহিত্যে সুপন্ডিত ছিলেন ৷

  4. প্রমথ চৌধুরীকে কী বলা হয়?

    উত্তরঃ প্রমথ চৌধুরীকে বলা হয় বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক ৷

  5. চলিত রীতির তাঁর প্রথম গদ্যরচনা কোনটি?

    উত্তরঃ প্রমথ চৌধুরীর চলিত রীতির প্রথম গদ্যরচনা হলো ভারতী।

  6. তিনি কোন মাসিক পত্রিকাটি সম্পাদনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন?

    উত্তরঃ সবুজপত্র (১৯১৪) মাসিক পত্রিকাটি সম্পাদনা করে প্রভূত খ্যাতি অর্জন করেন ৷

  7. তিনি বাংলা সাহিত্যে কী হিসেবে স্মরণীয়?

    উত্তরঃ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে স্মরণীয় ৷

  8. প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থগুলোর নাম কী?

    উত্তরঃ প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থগুলোর নাম হলোঃ
    তেল নুন লকড়ি (১৯০৬), বীরবলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯১৯), আমাদের শিক্ষা (১৯২০), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), প্রবন্ধ সংগ্রহ (১ম খণ্ড-১৯৫২, ও ২য় খণ্ড-১৯৫৩)।

  9. তিনি বাংলা কাব্যসাহিত্যে কীসের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ করেন?

    উত্তরঃ প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে ইটালীয় সনেটের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ করেন ৷

  10. ‘সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত’।- উক্তিটি কার?

    উত্তরঃ ‘সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত’।- উক্তিটি প্রমথ চৌধুরীর ৷

  11. প্রমথ চৌধুরী রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কী?

    উত্তরঃ প্রমথ চৌধুরী রচিত কাব্যগ্রন্থগুলোর নাম সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯)।

  12. প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থগুলোর নাম কী?

    উত্তরঃ প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থগুলোর নাম চার ইয়ারী কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগ্রহ (১৯৪১)।

প্রমথ চৌধুরী সম্পর্কে MCQ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

1. প্রমথ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে লাগে না?

প্রমথ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎ ভাবে উদরপূর্তির কাজে লাগে না?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) সাহিত্য ৷

5/5(2 votes)
👁‍ 15

2. প্রমথ চৌধুরীর মতে কোনটি সংক্রামক?

প্রমথ চৌধুরীর মতে কোনটি সংক্রামক?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ব্যাধি ৷

5/5(2 votes)
👁‍ 16

3. প্রমথ চৌধুরীর মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?

প্রমথ চৌধুরীর মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) হাসপাতালের ৷

5/5(2 votes)
👁‍ 20

4. প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য কি?

প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য কি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) আনন্দদান ৷

5/5(2 votes)
👁‍ 18

5. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) বীরবল ৷

5/5(2 votes)
👁‍ 20

6. বীরবল ছদ্মনামে কে লিখতেন?

বীরবল ছদ্মনামে কে লিখতেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) প্রমথ চৌধুরী ৷

5/5(2 votes)
👁‍ 16

7. বীরবল কার ছদ্মনাম?

বীরবল কার ছদ্মনাম?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) প্রমথ চৌধুরী ৷

5/5(2 votes)
👁‍ 21

8. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) প্রমথ চৌধুরী ৷

5/5(2 votes)
👁‍ 24

9. ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে কে বলেছেন?

ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে কে বলেছেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) প্রমথ চৌধুরী ৷

5/5(2 votes)
👁‍ 43
5/5(1 vote)
Scroll to Top