সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর | Syed Mujtaba Ali mcq

5/5(1 vote)
সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর | Syed Mujtaba Ali mcq

Syed Mujtaba Ali MCQ Question and Answer

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই অনলাইনে সৈয়দ মুজতবা আলী MCQ প্রশ্ন উত্তর খুজে থাকেন ৷ শিক্ষার্থী ছাড়াও যারা ভর্তি ও চাকুরি নিয়োগ পরিক্ষা দিয়ে থাকেন আপনারা পড়তে পারেন ৷ তাই বিভিন্ন পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি(MCQ) প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, পড়ুন ৷

01
সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ১৯০৪ সালে ৷

02
সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) মৌলভীবাজারে ৷

03
সৈয়দ মুজতবা আলী কত সালে বিশ্বভারতী রিডার নিযুক্ত হন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) ১৯৬১ সালে ৷

04
সৈয়দ মুজতবা আলী কোথায় অধ্যাপনা করেননি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) বার্লিন বিশ্ববিদ্যালয়ে ৷

05
সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) আফগানিস্তানে ৷

06
সৈয়দ মুজতবা আলী, কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের ভূমিকা লিখেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) রুবাইয়াৎ-ই-ওমার খৈয়াম ৷

07
সৈয়দ মুজতবা আলী কোনটির নিজস্ব নির্মাতা ছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) গদ্যশৈলী ৷

08
সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) রসগ্রাহী ৷

09
সৈয়দ মুজতবা আলীর “দেশে-বিদেশে” বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) কাবুল ৷

10
খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) আড়াই মাইল ৷

11
সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) কৃষি বিজ্ঞান কলেজে ৷

12
লেখক কোন ঋতুতে খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) গ্রীষ্মকাল ৷

13
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) অধ্যক্ষ জিরার ৷

14
‘চাচা কাহিনীর’ এর লেখক কে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) সৈয়দ মুজতবা আলী ৷

15
নিচের কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) পালামৌ ৷

16
“পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) সৈয়দ মুজতবা আলী ৷

17
সৈয়দ মুজতবা আলী লিখিত গ্রন্থ কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (B) চাচা কাহিনী ৷

18
‘শবনম’ গ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) সৈয়দ মুজতবা আলী ৷বিস্তারিত…

19
সৈয়দ মুজতবা আলী রচিত রম্যরচনা কোনটি?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) পঞ্চতন্ত্র ৷

20
সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ছিল?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (D) সবগুলো ৷

21
সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাঁকে কী করতে হয়?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) চাকরি ছাড়তে হয় ৷

22
সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (C) ১৯৭৪ সালে ৷

23
সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?

সঠিক উত্তর দেখুন +

উত্তরঃ (A) ঢাকায় ৷

আরও পড়ুনঃ