Who discovered the cell wall | কোষ প্রাচীর কে আবিষ্কার করেন

Who discovered the cell wall? | প্রিয় ভিউয়ার, কোষ প্রাচীর কে আবিষ্কার করেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । kosh prachir ke abiskar koren. আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “কোষপ্রাচীর কে আবিষ্কার করেন” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

[M.C.Q] কোষ প্রাচীর কে আবিষ্কার করেন?

Question: Who discovered the cell wall?

A.রর্বাট সেইডন
B.রবার্ট ব্রাউন
C.রর্বাট হুক
D.রর্বাট চার্লস

উত্তরঃ C. রর্বাট হুক

Who discovered the cell wall | কোষ প্রাচীর কে আবিষ্কার করেন

কোষ প্রাচীর আবিষ্কার করেন রর্বাট হুক ৷ Robert Hooke discovered the cell wall.

  • কোষ প্রাচীর আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক ৷
  • উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত।
  • উদ্ভিদ কোষে কোষপ্রাচীর দেখা যায় কিন্তু প্রাণীকোষে অনুপস্থিত ৷ উদ্ভিদ কোষের অপেক্ষাকৃত শক্ত, মৃত বা বস্তু দিয়ে আবৃত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষপ্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ৷
  • কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো মাইসেলি।
  • কোষ প্রাচীর এর কাজ কোষের কাঠামো ঠিক রাখা এবং সুরক্ষা প্রদান করা ৷
  • ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত ৷
  • মাশরুমের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত ৷
  • কিউটিনযুক্ত কোষ প্রাচীর অভেদ্যপর্দা ৷
  • কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর ছত্রাকের ৷
  • কোষ প্রাচীর কি?

    উত্তর: কোষ প্রাচীর উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য ৷ নিম্নশ্রেণীর কতিপয় উদ্ভিদ এবং উঁচু শ্রেণীর উদ্ভিদের জননকোষ ব্যতীত অন্যান্য সকল প্রোটোপ্লাস্টের চারদিকে অবস্থিত সেলুলোজ নির্মিত জড় প্রাচীরটিকে বলা হয় কোষপ্রাচীর ।

  • মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন?

    উত্তরঃ মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন গ্রিক বিজ্ঞানী সি বেন্ডা ৷

  • প্লাস্টিড কে আবিষ্কার করেন?

    উত্তরঃ প্লাস্টিড আবিষ্কার করেন স্টিফেনসন ৷

3.8/5(69 votes)
Scroll to Top