জীববিজ্ঞানের জনক কে | Who is the father of biology?

4.7/5(26 votes)

Who is the father of biology? | জীব বিজ্ঞানের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

This Question Also Answes:

  1. আধুনিক জীববিজ্ঞানের জনক কে? [Adhunik jib bigganer jonok ke]
  2. উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? [udvid bigganer jonok ke]
  3. চিকিৎসা বিজ্ঞানের জনক কে? [chikitsa bigganer jonok k]
  4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? [genetic engineering er jonok k]
  5. শ্রেণিবিন্যাসের জনক কে? [srenibinnaser jonok k]
  6. এনাটমির জনক কে? [anatomy jonok k]
Who is the father of biology

প্রশ্নঃ জীববিজ্ঞানের জনক কে | Who is the father of biology?

  • ডারউইন
  • এরিস্টটল
  • মেন্ডেল
  • লিনিয়াস

উত্তরঃ এরিস্টটল ৷

জীববিজ্ঞান কাকে বলে?

বিজ্ঞানের যে শাখায় জীবদের গঠন, গুণাগুণ, জৈবিক কার্যকলাপ, বাস্তব জীবনে এদের প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলা হয় ।

জীববিজ্ঞান, বিজ্ঞানের একটি প্রাচীনতম ও অন্যতম মৌলিক শাখা । জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হলো Biology. দুটি গ্রীক শব্দ হতে ইংরেজি Biology শব্দটির উদ্ভব হয়েছে । এর প্রথমটি হলো Bios , যার অর্থ জীবন এবং দ্বিতীয় শব্দটি হলো Logos, যার অর্থ জ্ঞান । অর্থাৎ Biology হলো জীবন সম্বন্ধে জ্ঞান । Biology is the science of living things. Biology শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন একজন ফরাসী জীববিজ্ঞানী জ্যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক (১৭৪৪-১৮২৯) ।

জীববিজ্ঞানের জনক: বিজ্ঞানের যে কোন শাখায় প্রথম বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা গবেষণার যিনি সূত্রপাত করেন তাকে বিজ্ঞানের ঐ শাখার জনক বলা হয়ে থাকে । উদ্ভিদ ও প্রাণীর প্রকৃতি নিয়ে আলোচনার সূত্রপাত করেন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল ( খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২ ), তাই অ্যারিস্টটল (Aristotle)- কে জীববিজ্ঞানের জনক বলা হয় । তবে এরও বেশ আগে ভারতীয় উপমহাদেশে ঋষি অথবান, সুশ্ৰুত প্রভৃতি ব্যক্তিগণ উদ্ভিদ ও চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য অবদান রেখে ছিলেন ।

জীববিজ্ঞানে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

বিষয়জনক
মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেনউইলিয়াম হার্ভে
আধুনিক কোষতত্বের জনকস্লেইডেন ও সোয়ান
জলাতঙ্ক রোগের টিকা আবিস্কারকলুই পাস্তুর
গুটি বসন্তের টিকা আবিস্কারকএডওয়ার্ড জেনার
বংশগতিবিদ্যার জনকমেন্ডেল
যক্ষা রোগের প্রতিষেধক আবিষ্কার করেনরবার্ট ক্লোথ
ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেনস্যার রোনাল্ড রস
গুটি বসন্তের টিকা আবিস্কারকএডওয়ার্ড জেনার
পেনিসিলিন আবিস্কারকআলেকজেন্ডার ফ্লেমিং
পোলিও টিকা আবিস্কারকজোনাস শল্ক
প্রাণিবিদ্যার জনকঅ্যারিস্টটল
আধুনিক উদ্ভিদবিদ্যার জনকলিনিয়াস
বিবর্তনীয় বাস্তুবিদ্যার জনকলেমার্ক
আধুনিক বিবর্তনের জনকচার্লস ডারউইন
  • আধুনিক জীববিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ জীববিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটল কে ৷ আর আধুনিক জীববিজ্ঞানের জনক কে? প্রশ্নটির উত্তর খুজে পাওয়া যায়নি ৷ অতি শিঘ্রই উত্তরটি সংযোগ করবো ৷ Who is the father of modern biology?

  • উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাসটাস ৷

  • চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ৷

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

    উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক পল বার্গ(paul Berg) ৷

  • শ্রেণিবিন্যাসের জনক কে?

    উত্তরঃ শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস ৷

  • এনাটমির জনক কে?

    উত্তরঃ এনাটমির জনক ভেসালিয়াস